ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঝাড়ু হাতে মিরসরাই উপজেলা পরিষদ পরিষ্কারে শিক্ষার্থী
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:৪৪ পিএম  (ভিজিট : ১৮৮)
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝাড়ু হাতে উপজেলা পরিষদ পরিষ্কার করছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে পরিষ্কার অভিযান শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হন। পরে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ঝাড়ু হাতে নেমে পড়েন উপজেলা পরিষদের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশের মতো মিরসরাইয়ে হাজার হাজার জনতা রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছে। এতে মিরসরাই উপজেলা পরিষদে সৃষ্ট ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

পরিষ্কার কাজে যোগ দেয়া শিক্ষার্থী তারেক আজিজ বলেন, ‘বর্তমানে দেশের প্রশাসনিক অবস্থা ভেঙ্গে পড়েছে। প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজের মতো করে রাষ্ট্রকে সহযোগিতা করার চেষ্টা করছি।’ 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মিরসরাই উপজেলা পরিষদ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close