ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মী জামিনে মুক্ত
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৯:৩০ পিএম  (ভিজিট : ২১৪)
শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক মামলায় আসামিদের জামিনে মুক্তি দেয়া সিদ্ধান্তের আলোকে চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮৯জন নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা জজ আদালতের একাধিক বিচারক তাদের আবেদন শুনানির পর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহিংসতার ঘটনায় ৭টি মামলা হয়। পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এসব ঘটনায় জেলায় ৮১জন আসামী গ্রেপ্তার হয়।

এদিকে সকাল ১০টার পর জেলা জজ আদালতে জামিন নেয়ার জন্য ভীড় করতে থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে আদালত এলাকায় মিছিল নিয়ে আসে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। তারা আদালত চত্বরে দাঁড়িয়ে বক্তব্য দেন।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুনীর হোসাইন বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় চাঁদপুর কারাগার থেকে আজ বিএনপি-জামায়াতের ৮৯জন নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছে। এখনো আরও ৮ থেকে ৯জন আছে। তারা বুধবার কারামুক্ত হবেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close