প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১১:৫১ এএম (ভিজিট : ৩৭৬)
শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তাই অতিসত্বর আন্দোলন প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তারা।
মানববন্ধনে আওয়ামীপন্থী শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের দাবি কোটার মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ করে তারা সরকারের পতন ঘটাতে চায়। তাই শিক্ষার্থীদের উচিত, আন্দোলন প্রত্যাহার করে বাসায় ফিরে যাওয়া।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, এই রকম শত শত প্রাণহানি, এটা সবার মধ্যে নাড়া দিবে, এটা স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রীও সহানুভূতি দেখিয়েছেন। অনেক ভুল ভ্রান্তি ছিলো আমাদের। দেশের আইন, বিচার, সংবিধান রক্ষা করে আন্দোলন করতে হবে। আমরা সংলাপ ও আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান করছি ছাত্রদের।
বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না। দেশকে যারা আফগানিস্তান বানাতে চায়, তাদের পাঁদে পা না দিতে। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে আমাদের যে গ্যাপ (ফারাক) তৈরি হয়েছে, তা যাতে আর না হয়, সেদিকে মনোযোগ দিবো। আগস্ট মাসে দুটি মর্মান্তিক ঘটনা আছে। কিন্তু এখন বলা হচ্ছে, ৩৪ শে জুলাই, ৩৫ শে জুলাই বলা হচ্ছে, তাহলে আগস্ট মাস কি হারিয়ে যাচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুল কবির বলেন, কোটা আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমরা তার পক্ষে ছিলাম। তবে এর পরবর্তী যে কর্মসূচি তা মানা যায় না। আমরা দেশের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসেন, আমরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবো।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন বলেন, আমি ব্যক্তিভাবে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সমর্থন করি। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি কোটা আন্দোলন নয়, তারা দেশে পাকিস্তান বানাতে চাই। শিক্ষার্থীদের আন্দোলনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল ছাত্রদের জন্য কাজ করেছে। নীলদল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং এই আদর্শের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়ে ষড়যন্ত্র করবে তাদের আমরা একত্রে প্রতিহত করবো।
সময়ের আলো/এএ/