ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৭৭০ পিস ইয়াবাসহ হিলি সীমান্তে নারী যাত্রী আটক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৮:০১ পিএম আপডেট: ০৩.০৮.২০২৪ ৮:১৯ পিএম  (ভিজিট : ২৩৩)
দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিলরুবা বেগম (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে হিলি সীমান্তের শূন্য রেখায় ভারত থেকে নিজ দেশে প্রবেশের সময় বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

আটক দিলরুবা বেগম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।  

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিলি সীমান্তের শূন্য রেখায় প্রতিদিনের ন্যায়ে আজও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সকল থেকে বেশ কিছু যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। বেলা ১১ টার দিকে এক নারী যাত্রী ভারত থেকে আসার সময় তার ব্যাগ তল্লাশি করার সময় তার ব্যাগ থেকে ১ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্য। এসময় ওই নারীকে আটক করে হিলি সিপি বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে বিজিবির সদস্যরা ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করেছেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  হিলি সীমান্ত   ইয়াবাসহ নারী আটক   দিনাজপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close