ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, পানিবন্দি ২৩ হাজার পরিবার
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪২ পিএম  (ভিজিট : ২৪৮)
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে করে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে প্রায় ২৩ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। খবর পেয়ে প্লাবিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৩ আগস্ট) সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। তবে ভুক্তভোগীরা বরাবরের ন্যায় স্থায়ী টেকসই বাধ নির্মাণের দাবি জানান।

সূত্র জানান, মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর পানি ফুলগাজী ইউনিয়নের নিলক্ষী, গাবতলা, মনতলা, গোসাইপুর, শ্রীপুর, বাসুরা ও মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর, করইয়া, নোয়াপুর, পৈথারা, জাম্মুরা, ফকিরের খিল, কমুয়া, দক্ষিণ তাড়ালিয়া এবং উত্তর আনন্দপু ও দরবারপুর ইউনিয়নের জগৎপুর, বসন্তপুর, ধলীয়া, চকবস্তা, উত্তর শ্রীপুর এবং আমজাদহাট ইউনিয়নের তালবারিয়া, উত্তরধর্মপুর, দক্ষিণ ধর্মপুর, মনিপুর, ইসলামিয়া বাজার ও আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া, দৌলতপুর, তালপুকুরিয়াসহ ২৮টি গ্রাম প্লাবিত হয়। বর্তমানে পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩০০ প্যাকেট শুকনো খাবার ও ১৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

এছাড়া ফুলগাজী ইউনিয়নের নিলক্ষী গ্রামে প্রায় ৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া। 

এদিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভাঙনে পরশুরাম পৌরসভার বাউরখুমা, বাউরপাথর, বিলোনিয়া, দুবলাচাঁদ, বেড়াবাড়িয়া, উত্তর গুথুমা, কোলাপাড়া এবং বাসপদুয়া গ্রামে প্রায় ৭ হাজার ও উপজেলা পশ্চিম মির্জানগর এবং কাউতলী দুইটি স্থানে ভাঙনের ফলে উত্তর মনিপুর, দক্ষিণ মণিপুর, কালী কৃষ্ণনগর, গদানগর, উত্তর কাউতলী, দক্ষিণ কাউতলী, দাসপাড়া, চম্পকনগর, মেলাঘর গ্রামের প্রায় ২ পরিবার এবং চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর, মালীপাথর, পশ্চিম অলকার দুইটি স্থানসহ ৪ স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়ে পূর্ব অলকা, পশ্চিম অলকা, নোয়াপুর, ধনীকুন্ডা, দক্ষিণ শালধর, জংঙ্গলঘোনা, কুন্ডেরপাড়, মালীপাথর ও পাগলীরকুল গ্রামে প্রায় ৯ পরিবার পানিবন্দি রয়েছে। এছাড়া বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর এবং সাতকুচিয়া নামক দুইটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এত করে সাতকুচিয়া জমিয়ারগাঁও , বাঘমারা, চারিগ্রাম টেটেশ্বর, কহুয়া, তালবাড়িয়া গ্রামে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি রয়েছে। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানান, পানিবন্দি পরিবারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার হাসান জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির চাপে এক মাস আগে বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। সেগুলোর মেরামত চলা অবস্থায় শুক্রবার সকালে বেড়িবাঁধ আবার ভেঙে যায়। বৃষ্টি বন্ধ হলে আবার মেরামত করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মুহুরী নদী-বেড়িবাঁধ ভাঙন   পানিবন্দি মানুষ   ফেনী-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close