ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পশ্চিমা-রাশিয়া বন্দিবিনিময়
মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জনের মুক্তি
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১১:৫৩ এএম  (ভিজিট : ২৮২)
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ। ছবি: সংগৃহীত

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ। ছবি: সংগৃহীত

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি-বিনিময়ের ঘটনা ঘটে গেলো রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। এতে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচসহ মুক্তি পেয়েছেন উভয় পক্ষের ২৬ জন। তুরস্কের মধ্যস্থতায় এই বন্দিবিনিময় চুক্তি হয়েছে। 

চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১০ জন। মুক্তির পর বন্দীদের আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক, ১ জন মার্কিন গ্রিন কার্ডধারী, ৫ জন জার্মান ও ৭ জন রুশ রাজবন্দী রয়েছেন। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার যে ১০ বন্দী ছাড়া পেয়েছেন, তারা যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগারে ছিলেন।

রাশিয়ার কারাগার থেকে সাংবাদিক গার্শকোভিচের সঙ্গে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন নৌসেনা পল হুইলেন, মার্কিন-রুশ দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা ও মার্কিন গ্রিন কার্ডধারী কারা-মুর্জা। এই চারজনের মুক্তির বিষয়টি বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দিবিনিময়ের এই চুক্তিকে তিনি কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।

" align=


সাংবাদিক গার্শকোভিচকে গত বছর গ্রেফতার করা হয়েছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাবেক মার্কিন নৌসেনা হুইলেনকে গ্রেফতার করা হয়েছিল ২০২০ সালে। তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

মার্কিন অনুদানে চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির সাংবাদিক কুরমাশেভাকে গ্রেফতার করা হয়েছিল গত বছর। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তাকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া সাংবাদিক, মানবাধিকারকর্মী কারা-মুর্জাকে গ্রেফতার করা হয়েছিল ২০২২ সালে। রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া রুশ নাগরিকদের মধ্যে অন্যতম ভাদিম ক্রাসিকভ। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি-সংশ্লিষ্ট এই ব্যক্তি জার্মানির কারাগারে ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জেলে ১২ বছর ধরে বন্দি থাকা কুখ্যাত রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তির বিনিময়ে কারান্তরীন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছিল রাশিয়া। আর তারও আগে ২০১০ সালে ভিয়েনায় যুক্তরাষ্ট্রের জেলে বন্দি ১০ রুশ গুপ্তচরকে মুক্তি দেওয়া হয়েছিল। বিনিময়ে রাশিয়া মুক্তি দিয়েছিল তাদের জেলে ডাবল এজেন্টের অভিযোগে বন্দি থাকা চারজনকে।

সূত্র: বিবিসি/আল-জাজিরা

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্দিবিনিময় চুক্তি   কারাগার-মুক্তি   রাশিয়া-যুক্তরাষ্ট্র-মার্কিন সাংবাদিক  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close