ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দুই সপ্তাহ পর রাজবাড়ীতে ট্রেন চলাচল শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:১৩ পিএম  (ভিজিট : ২২২)
প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে তিনটি ট্রেন। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে রাজবাড়ী টু ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। 

সেই সঙ্গে সকাল পৌনে ৭টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। পরে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশ্যে। এছাড়া সকাল সাড়ে ১০টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে যায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী তুলনামূলক কম ছিল।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাজবাড়ী থেকে তিনটি ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে রাজবাড়ী এক্সপ্রেস ভাঙ্গায় এবং শাটল গোয়ালন্দ ঘাট হয়ে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাড়ে ১০টার দিকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাটিয়াভাড়া এক্সপ্রেস ট্রেনটি। সব ট্রেনেই যাত্রী তুলনামূলক কম। তবে আশা করা হচ্ছে যাত্রীর সংখ্যা দ্রুতই বাড়বে।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য প্রতিটি ট্রেনে আরএনবি ও জিআরপি পুলিশের সদস্য রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ট্রেন চলাচল শুরু   গোয়ালন্দ-রাজবাড়ী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close