ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ
৭ দিনেও হদিস মেলেনি ফিশিংবোটসহ ২০ মাঝি-মাল্লার
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:৫৬ পিএম  (ভিজিট : ৩০৬)
বঙ্গোপসাগর। ফাইল ছবি

বঙ্গোপসাগর। ফাইল ছবি

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের বাইরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘মেসার্স কালা ফকির’ নামের মাছ ধরার ফিশিংবোটসহ ২০ মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন। এতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়ায় নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, বুধবার (২৪ জুলাই) ভোরে বাঁশখালী উপজেলার শেখেরখীল ফাঁড়ির মুখ মৎস্য ঘাট থেকে মেসার্স কালা ফকির নামের মাছ ধরার বোটের মালিক ফজল কাদের, মাঝি মুবিন, জাহাঙ্গীর আলম, মো. নয়ন, আজিজুর রহমান ও গুরা মিয়াসহ ২০ মাঝি-মাল্লা গভীর সাগরে মাছ ধরতে যায়। সাতদিন পার হলেও তাদের কোন খোঁজ মেলেনি এখনো।

শেখেরখীল ফাঁড়ির মুখ ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদু শুক্কুর বলেন, সাগরে যাওয়া বিভিন্ন মাঝি-মাল্লার কাছ থেকে খবর নেওয়া হয়েছে। এখনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি কোস্ট গার্ড আর যৌথ বাহিনীকে অবহিত করা হয়েছে।

বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ৬৫ দিন সামুদ্রিক মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ থাকার পর মাছ ধরতে গিয়ে জেলেসহ মাছ ধরার একটি বোট নিখোঁজ রয়েছে শুনেছি।

শেখেরখীল পরিষদের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী বলেন, শেখেরখীল ৩ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার ২০ জন জেলে ফজল কাদেরের মালীকানাধীন মাছের বোট নিয়ে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। গত ৭ দিন ধরে জেলেরা নিখোঁজের পর পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আকতার সময়ের আলোকে বলেন, নিখোঁজ জেলেরা মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছে বলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। বিভিন্ন মাধ্যমে নিখোঁজ জেলেদের খবর নেয়ার চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর-নিখোঁজ মাঝি-মাল্লা   বাঁশখালী-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close