ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
লাইনচ্যুতের ১০ ঘণ্টা পার হলেও আসেনি উদ্ধারকারী ট্রেন
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১০:৩৩ পিএম আপডেট: ৩০.০৭.২০২৪ ১০:৫০ পিএম  (ভিজিট : ২৮২)
চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। খুলনা থেকে পার্বতীপুর যাচ্ছিল তেলবাহী ট্রেনটি। একটি ওয়াগন রেখে গন্তব্যস্থলে চলে যায় ট্রেনটি। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলপথে তেমন একটি সমস্যা হয়নি। 

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদূরে হায়দারপুর গড়গড়ি মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্য যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদূরে হায়দারপুর গড়গড়ি মাঠের কাছে পৌঁছালে একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া ওয়াগন রেখে তেলবাহী ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্য ছেড়ে যায়। বুধবার সকালে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে উদ্ধার করবে তেলবাহী ওয়াগনটি।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। তেলবাহী ওয়াগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  তেলবাহী ওয়াগন লাইনচ্যুত   চুয়াডাঙ্গা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close