ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৭:৩৮ পিএম  (ভিজিট : ৩৮২)
লক্ষ্মীপুরের রামগতিতে সালিশি বৈঠকে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরের দিকে উপজেলার চররমিজ  এলাকার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। এসময় মো. নুরুনবী (৬৫) নামে একবৃদ্ধ গুরুতর আহত হলে তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। 

জানা গেছে, রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নে চরমেহের গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এক পর্যায় প্রতিপক্ষের হামলায় স্থানীয় আবদুল হাদী কলেজের অফিস সহায়ক বৃদ্ধ মো. নুরনবী (৬৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ হাসপাতাল থেকে বৃদ্ধ নুরুনবীর মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

রামগতি থানার ওসি (তদন্ত) কার্ত্তিক চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নেজামসহ চারজনকে আটক করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সালিশি বৈঠক   হামলা-বৃদ্ধ নিহত   রামগতি-কমলনগর   লক্ষ্মীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close