প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫:২১ পিএম (ভিজিট : ২৭৬)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া (৭০) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের জোর আলী ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/আরআই