প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৯:৫৪ পিএম (ভিজিট : ৪৫২)
চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদীঘি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম দিদারুল ইসলাম (৩৫)। রিয়াজউদ্দিন বাজারে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশের ধারণা, রাতে দ্রুতগামী কোনো যানবাহন তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাস্তার পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে লোকজন থানা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রাস্তার পাশ থেকে দিদার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই