ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

৫ মণের পাখি মাছ দেখতে জনতার ভিড়, ৪৭ হাজারে বিক্রি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৮:৪৮ পিএম  (ভিজিট : ৩৩৮)
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ৫ মণ ওজনের বিশাল এক পাখি মাছ ধরা পড়ে। পরে মাছটি যখন ঘাটে আনা হয় তখন চারদিকে শোরগোল পড়ে। জেলেরা চিৎকার করতে করতে কাঁধে করে মাছটি ঘাটে তোলেন। তারপর নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়।  

শনিবার (২৭ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে বিশাল এ মাছটি কিনে নেন এনায়েত বেপারী নামে এক ব্যক্তি। এসময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল মাঝি নামের এক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছও পান। মাছটি শনিবার (২৭ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হয়। পরে ফারুক মৎস্য নামে একটি আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

ফারুক মৎস্য আড়তের মালিক মো. ওমর ফারুক বলেন, এত বিশাল পাখি মাছ এর আগে হাতিয়ার কেউ দেখেছে কিনা আমার জানা নাই। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়। গভীর সাগরে মাছটির দেখা মিলে। মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। আমরা ছবি তুলে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এই মাছটি পাখি মাছ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়েনা। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী-পাখি মাছ   হাতিয়া-নোয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close