ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:০০ পিএম  (ভিজিট : ২২৮)
চুয়াডাঙ্গা সদরে সাপের কামড়ে স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুই নারী সাপের কামড়ে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে দুই জন মারা যায়।

সাপের কামড়ে মারা যাওয়ারা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের ডিঙ্গেদহ গ্রামের হাটখোলাপাড়ার জয়দেব পালের ছেলে দেবাশিষ পাল (১২) ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং কুতুবপুর ইউনিয়ানের ভুলটিয়া গ্রামের বুলা হোসেনের প্রতিবন্ধী ছেলে রাজন হোসেন (১৬)।

জানা যায়, বুধবার রাত ৩টার দিকে দেবাশিষ পালকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিলে ঝাড়ফুঁক দিলে অবস্থার অবনতি হলে ভোরে সদর হাসপাতালে নেয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, ভুলটিয়া গ্রামের প্রতিবন্ধী কিশোর রাজন হোসেন প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তাকে বিষধর সাপে কাটে। গ্রামের কবিরাজের কাছে নিলে অবস্থার অবনতি হয়। সকালে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু   চুয়াডাঙ্গা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close