ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিএনজিতে ছিনতাইয়ের কবলে স্বাস্থ্য সহকারী, সর্বস্ব লুট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৬:০২ পিএম  (ভিজিট : ১৫৮)
চট্টগ্রামের আনোয়ারায় কর্মক্ষেত্রে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েছে রুমা সরকার নামে এক স্বাস্থ্য সহকারী। কর্মক্ষেত্রে যাওয়ার সময় সিএনজিতে যাত্রী বেশে অস্ত্রের মুখে এই স্বাস্থ্য সহকারীকে ছিনতাই করা হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলার শোলকাটা মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এই স্বাস্থ্য সহকারী।

জানা যায়, সকালে সিংহরা রাস্তার মাথা থেকে সিএনজি যোগে রুমা সরকার নামে এক কমিউনিটি স্বাস্থ্য সহকারী অফিসে যাচ্ছিলেন। একই সিএনজিতে চালকসহ যাত্রী বেশে আরও ৫ জন ছিলো।‌ আনোয়ারা সদরের শোলকাটা মেডিকেল মোড়ে পৌঁছানোর আগমুহূর্তে ছিনতাইকারীরা তাকে জিম্মি করে। পরে বারখাইন ইউনিয়নের ঝি উ রি মাজার গেইট এলাকার নির্জন স্থানে নিয়ে স্বর্ণের চেইন, কানের দুল, হাতে থাকা মুঠোফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। 

ভুক্তভোগী রুমা সরকার বলেন, আমি কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সিএনজিতে উঠি। পরে গাড়িতে থাকা অন্য যাত্রীরা এক পর্যায়ে আমাকে জিম্মি করে সব ছিনতাই করে নেই।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ বলেন, অভিযোগ পাইছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  জিম্মি করে ছিনতাই   আনোয়ারা-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close