ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজধানীতে সহিংসতা: ৫ দিনে কারাগারে ১২৫৮ জন
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ১:৫৬ পিএম  (ভিজিট : ৩৫০)
গত পাঁচদিনে রাজধানীজুরে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার ১ হাজার ২৫৮ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ ৪৭৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

এর আগে গত ২২ জুলাই ৩৯৪ জন, ২১ জুলাই ১৮৮ জন, ২০ জুলাই ১৪২ জন ও ১৯ জুলাই ৬০ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 
কারাগারে পাঠানো আসামিদের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাগুলোর

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছে। এরমধ্যে রাজধানীর মিরপুর মডেল থানার ৩৭ জন, বাড্ডা থানার ৫০ জন, ভাটারা থানার ১৮ জন, মোহাম্মদপুর থানার আটজন, আদাবর থানার চারজন, তেজগাঁও থানার ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৬ জন, হাতিরঝিল থানার ১৩ জন, রমনা মডেল থানার একজন, তুরাগ থানার সাতজন, উত্তরা পূর্ব থানার ২৪ জন, উত্তরা পশ্চিম থানার ৬ জন, পল্টন মডেল থানার চারজন, মতিঝিল থানার সাতজন, শাহজাহানপুর থানার ৬ জন, রামপুরা থানার ১৮ জন, সবুজবাগ থানার একজন, কলাবাগান থানার তিনজন, নিউমার্কেট থানার আটজন, সূত্রাপুর থানার পাঁচজন, ওয়ারী থানার ৪১ জন, ক্যান্টনমেন্ট থানার দুজন, রূপনগর থানার ১২ জন, পল্লবী থানার ১৮ জন, কাফরুল থানার ছয়জন, কদমতলী থানার ৪৪ মামলায়, ধানমন্ডি থানার সাতজন, মুগদা থানার ছয়জন, যাত্রাবাড়ী থানার ২৬ জন, ডেমরা থানার মামলায় ১৮ জন, বনানী থানার ৩৮ জন, গুলশান থানার চারজন, বিমানবন্দর থানার দুজন, কোতোয়ালী থানার পাঁচজন, বংশাল চারজন থানার, লালবাগ থানার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
 
এছাড়া শেরেবাংলা নগর থানার মামলায় ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, ধানমন্ডি থানার মামলায় চারজন, মিরপুর মডেল থানার একজন এবং চকবাজার থানার এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা সংস্কার আন্দোলন   রাজধানীতে সহিংসতা   নেতাকর্মী আটক-কারাগার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close