ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পবিপ্রবি হল বন্ধ থাকবে, যার নিরাপত্তা তার কাছে: ভাইস চ্যান্সেলর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:২৭ পিএম  (ভিজিট : ৩৩৪)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদেরকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর স্বদেশ সামন্ত। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল এবং সুফিয়া কামাল হলের সামনে গিয়ে শিক্ষার্থীদেরকে এই নির্দেশনা প্রদান করেন তিনি। 

শিক্ষার্থীদেরকে ভাইস চ্যান্সেলর বলেন, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে হলগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। সরকারের এ নির্দেশনা আমাদের মানতে হবে। আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাড়িতে করে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে বরিশাল পৌঁছে দেয়া হবে। সেখান থেকে যে যার বাড়ি ফিরে যাবে। 

এ সময় ছাত্রদের জীবনের নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, যার যার নিরাপত্তা তার তার কাছে। শুক্রবার কোন আন্দোলন নেই তাই নিজেদের মতো করে সতর্ক ভাবে সবাই বাড়ি ফিরবেন।

আবাসিক হলের ছাত্ররা জানান, আমাদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন ভিসি মহোদয়। এই পরিস্থিতিতে কিভাবে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা সংস্কার আন্দোলন   পবিপ্রবি-হল ছাড়ার নির্দেশ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close