ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩:৩৭ পিএম  (ভিজিট : ২৯৮)
রাজধানীর সাইন্সল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে দুইটার পর ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

প্রদক্ষদর্শীরা জানায়, দুপুরের পর থেকেই ব্যাপক সংঘর্ষ চলছে। একের পর এক টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ হচ্ছে। শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়ছেন।

সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ এবং ছাত্রলীগের কর্মীরা। অপরদিকে ধানমন্ডি ২৭ নম্বর এবং গ্রিনরোডের দিক থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে সাইন্সল্যাব মোড়ের দিকে আসতে থাকেন। এ সময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা কিছুটা পিছু হটলেও আবার জড়ো হয়ে ইট-পাটকেল ছুঁড়ছেন।
গত সোম এবং মঙ্গল এবং বুধবার দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ আহত হন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close