ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফেনীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হামলা, আহত ১৫
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:৩৫ পিএম  (ভিজিট : ২৩৮)
ফেনীতে কোটা বিরোধী শিক্ষার্থীদের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে প্রবেশ করতে গেলে পথে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ট্রাংক রোড এলাকায় কোন শিক্ষার্থীকে দেখলেই তার ব্যাগ তল্লাশি ও মারধর করে শহীদ মিনারের ভেতরে নিয়ে যায়। পরে দুপুরের দিকে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহাদাৎ হোসেন বলেন, কে কার ওপর কী জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close