ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:৪৫ পিএম  (ভিজিট : ২৩২)
সারাদেশে ছাত্রদের উপরে হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালীতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিসির বাংলা অতিক্রম করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদের উপরে হামলা কেন জবাব চাই জবাব চাই, কোটা না মেধা মেধা মেধা এসব শ্লোগান দেয়া হয়।

মিছিল শেষে ঝাউতলা মাঠে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া করে তাদের মারধর করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর আগে গতকাল সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনরত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপরেও অতর্কিত হামলা চালিয়েছিল ছাত্রলীগ। এসময় তারা হোস্টেলেও ভাংচুর চালায়।

আন্দোলনকারীরা জানায় কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close