ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:২৯ এএম  (ভিজিট : ২৩৮)
কোটা সংস্কার ইস্যুতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এদিন বিকালে প্রথমে শিক্ষামন্ত্রী মহিউদ্দিন নওফেলের অনুসারী গ্রুপ সিএফসি ও বিজয় গ্রুপের নেতারা বিক্ষোভ মিছিল করেন।

এরপর আ জ ম নাসিরের অনুসারী গ্রুপ সিক্সটি নাইন, ভিএক্স, কনকর্ড ও বাললার মুখ মিছিল নিয়ে একত্রিত হয়।

মিছিলে নেতাকর্মীরা একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর, জামাত শিবিরের আস্তানা এই বাংলায় হবেনা, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, স্বঘোষিত রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভ মিছিল শেষে সিএফসি গ্রুপের একাংশের নেতা মির্জা খবির সাদাফ বলেন,আমরা কোটা সংস্কারের পক্ষে।আমরাও চাই কোটা সংস্কার হোক কিন্তু এক শ্রেণি এই আন্দোলনটাকে অন্যখাতে প্রবাহিত করার জন্য নৈরাজ্য সৃষ্টি করতেছে। তারা দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায়, ত্রিশলক্ষ শহিদের দেশে নিজেদের রাজাকার হিসাবে অখ্যায়িত করে কোন সাহসে?

বিজয় গ্রুপের নেতা ও চবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ইলিয়াস হোসেন বলেন, আমাদের এই আন্দোলন যারা যৌক্তিক কোটা সংস্কারের দাবি করছে তাদের বিরুদ্ধে নয়। আমরা সবসময় যৌক্তিক দাবীর পক্ষে ছিলাম আছি থাকব। বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে প্রতিক্রিয়াশীল চক্র ঢুকে গেছে।  আমরা এদেরকে শক্তহাতে প্রতিহত করবো। সাধারণ শিক্ষার্থীদের বলব আপনারা ক্লাসে ফিরে আসুন আমরা যৌক্তিকভাবে কোটার বিষয়টা সমাধান করব।


সময়ের আলো/আরএস/ 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close