ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চানখাঁরপুল মোড়ে এখনও সংঘর্ষ চলছে, ক্ষণে ক্ষণে ককটেল বিস্ফোরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৬:৪৫ পিএম  (ভিজিট : ৩০২)
রাজধানীর পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট) এখনও সংঘর্ষ চলছে।  

কোটা আন্দোলনকারীরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের দিকে ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা রাস্তার অপর পাশে অবস্থান নিয়েছে। চানখারপুল এলাকায় কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে। 

এর আগে বিকাল সোয়া পাঁচটার দিকে চানখারপুল মোড়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি ছোড়া  হয়। গুলিবিদ্ধ দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন ঢাকা কলেজের শিক্ষার্থী। 

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের রাতুল ও শুভ এবং ঢাকা কলেজের শাফিন। শিক্ষার্থীরা বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা গুলি করেছেন।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close