ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে কোটাবিরোধী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:৪০ পিএম  (ভিজিট : ১৮৬)
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষ থেমে যায়। তবে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় পুলিশ তৎপর রয়েছে। ধাওয়ার ঘটনায় তিনজন আহত হওয়ার অভিযোগ করেছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সোমবার বিকালে আমরা ষোলশহর স্টেশনে পৌঁছায়। বিকেল সাড়ে ৩টায় আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে থাকি। বিকেল ৫টার দিকে হঠাৎ করে পেছন থেকে ছাত্রলীগ নামধারী কিছু ছাত্র আমাদের ওপর হামলা করে। তখন আমরা নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা করি। পুলিশ হামলা বন্ধে কোন ব্যবস্থা নেয়নি। থেমে থেমে সংঘর্ষ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে। এক পর্যায়ে শিক্ষার্থীরা স্টেশন এলাকায় বসে পড়েন। তবে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাসির সোমবার বিকেলে সময়ের আলোকে বলেন, ষোলশহর এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করতে চাইলে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তিনজন আহত হয়েছে বলে দাবি করেছে। তবে ঘটনাস্থলে আহত কাউকে দেখা যায়নি। ধাওয়ার সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা ষোলশহর এলাকায় লাঠিসোঁটা নিয়ে ঘুরছে। তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন অলিগলিতে ইট-পাটকেল নিক্ষেপ করছে। বাধা দিতে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় কোটা বিরোধীরা। দু’পক্ষের মারমুখী অবস্থানের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ষোলশহর এলাকায় যানবাহন চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা আন্দোলন   ধাওয়া-পাল্টা ধাওয়া   সংঘর্ষ   চট্টগ্রাম   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close