ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাণিসম্পদ অধিদফতরে নিয়োগ স্থগিতের সুপারিশ
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭:০৩ পিএম  (ভিজিট : ৩৭৮)
কোটা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্ত আদালতের বিবেচানাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদফতরে চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

রোববার (১৪ জুলাই) কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শ ম রেজাউল করিম।

বৈঠকে ভ্যাক্সিন ক্রয় সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় সংসদীয় কমিটির মধ্য থেকে বি এম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং মশিউর রহমান মোল্লা সজলের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া কোটা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্ত আদালতের বিবেচানাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

কমিটির সদস্য মো. আব্দুর রহমান, বি এম.কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী নয়ন, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা সজল এবং আশিকা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close