ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৪৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৫:৩১ পিএম  (ভিজিট : ২৪৪)
হেরোইন রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 

রোববার (১৪ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত মনিরুজ্জামান মনির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মেহেরপাড়ার মৃত মেহের আলীর ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ মে রাতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালামের নেতৃত্ব একটি টিম জীবননগর সিংনগর গ্রামের মেহেরপাড়ায় মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার শোবার ঘরের খাটের নিচ থেকে একটি কয়েলের প্যাকেট উদ্ধার করে। প্যাকেট থেকে নিষিদ্ধ ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই দিন রাতে মাদকদ্রব্যর উপ-পরিদর্শক বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে আসামি করে মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম একই বছরের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

৮ জন সাক্ষীর মধ্য সবার সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদক মামলা-যাবজ্জীবন কারাদণ্ড   চুয়াডাঙ্গা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close