ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ২:৩৫ পিএম  (ভিজিট : ২৭৬)
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে স্বামী স্ত্রীর  হাত,পা ও মুখ বেঁধে গচ্ছিত প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল। ওই ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার ফুলচালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন জমির ক্রয়-বিক্রয়ের ব্যবসায়ী।

রোববার (১৪ জুলাই) ভোর রাতে উপজেলার ফুলচালা গ্রামের ব্যবসায়ী জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী জয়নাল ও তার স্ত্রী শাহজাদী বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরে ৭/৮জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাত দলের সদস্যরা ঘরের বারান্দা গিরিল কেটে ভিতরে ঢুকে জয়নাল ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তিনটি কক্ষের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ডাকাত দল সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close