ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিবাদের জেরে রাস্তা বন্ধ, গাছের ভেলায় চড়ে চলাচল
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০:০৪ পিএম  (ভিজিট : ৩৩৪)
নওগাঁর ধামইরহাটে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলাচলের পথ বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল কাইয়ুম ও আব্দুল হাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা ভুক্তভোগী এনতাজ আলী (৬৫) নামের এক ব্যক্তির স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করে। এরপর থেকে বাড়ির দুই পাশের সড়ক বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখে। একারণে ওই পরিবার তিন মাস ধরে গৃহবন্দী হয়ে পড়েছে। 

শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার খেলনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উদয়শ্রী নলপুকুর দীঘির পার এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উদয়শ্রী গ্রামে সরকারি খাসজমিতে ৩০ থেকে ৪০টি পরিবারের চলাচলের জন্য খেলনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়। গত রমজান মাসে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এনতাজ আলীর সঙ্গে স্থানীয় আব্দুল কাইয়ুম ও আব্দুল হাইয়ের দ্বন্দ্ব বাঁধলে বিবাদীরা ভুক্তভোগী এনতাজ আলীর বাড়ি থেকে বের হওয়ার দুই দিকের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। 

এ কারণে জরুরি প্রয়োজনে বাড়ির পাশের একটি পুকুরের উপর দিয়ে সাঁতার কেটে আবার কখনো কলার গাছের ভেলায় চড়ে চলাচল করতে হতো এনতাজ আলী ও তার পরিবারকে। এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী এনতাজ আলী বলেন, ‘প্রতিপক্ষরা সড়ক বন্ধ করে পরিবারকে গৃহবন্দি করেই ক্ষান্ত হয়নি, তারা গত ২১ জুন হামলা চালিয়ে স্ত্রী মতিজন বিবিকে মারধর করে বাঁ হাঁটু গুরুত্বর জখম করে পালিয়ে যায়। এ বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে স্ত্রীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে ওই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নওগাঁ কোর্টে মামলা দায়ের করা হয়েছে।’

প্রতিপক্ষ আব্দুল হাই ও আব্দুল কাইয়ুম উভয়েই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কথা কাটাকাটির মাধ্যমে তাদের মধ্যে মারামারি হয়ে ছিল। স্থানীয় পর্যায়ে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কেউ কাউকে না মানায় চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।’

খেলনা ইউনিয়নের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা কারও রাস্তা বন্ধের নির্দেশ দেয়নি বরং কর্মসৃজন কর্মসূচির আওতায় জনসাধারণের জন্য ওই গ্রামে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সময়ের আলোকে বলেন, ‘বিষয়টি দ্বিপাক্ষিক সমস্যা ছিল। দুই প্রতিপক্ষের বাড়ির মাঝখানে ছিল এনতাজের বাড়ি। ভুক্তভোগী এনতাজ প্রথমে তার জায়গা ঘিরে দিলে ঘটনার প্রথম সূত্রপাত হয়। কথা কাটাকাটির মাধ্যমে পরবর্তীতে প্রতিপক্ষরাও তাদের বাড়ির পাশে, সড়কের দুই ধারে বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সহযোগিতা নিয়ে দুই পক্ষকে একত্রিত করা হয়। বর্তমানে সড়কটির জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
 
সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিবাদে রাস্তা বন্ধ   গাছের ভেলায় চলাচল   ধামইরহাট-নওগাঁ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close