ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিলেটে কাঁচা মরিচের কেজি ৫০০, ধনিয়াপাতা ৩০০
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৯:৪৬ পিএম  (ভিজিট : ৭৬০)
‘খাবারের স্বাদ নিতে কাঁচা মরিচের বিকল্প নেই। আর এ মরিচ কিনতে হচ্ছে স্বর্ণের দামে কিনতে হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেনো দাঁতে দাঁত চেপে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। তরকারিতে ঝাল কম কি খাওয়া যায়, তাই বাধ্য হয়ে ৫০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনলাম। পরিবার পরিজনের মুখে সুস্বাদু খাবার তুলে দিতেই অন্যান্য সবজি কাটছাঁট করতে হয়েছে।’ এমনভাবেই ক্ষোভ ঝাড়লেন সিলেট নগরীর বালুচরের গৃহিণী রিনা আকতার। 

তিনি বলেন, ‘প্রতিদিনই বাড়ছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কোন সিন্ডিকেটের কারণে কাঁচা মরিচের দাম দ্বিগুণ হলো বুঝতে পারছি না। অথচ ১৫/২০ দিন আগেও কাঁচা মরিচের কেজি ছিলো ১০০ টাকা মধ্যে।’

শুধু এই গৃহিণীই নন, সিলেটে অধিকাংশ মানুষের মধ্যেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেনো হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে পড়লো কাঁচা মরিচের দাম। এমনিতেই এক মাসের বেশি সময় ধরে সিলেটর লাখ লাখ মানুষ বন্যায় পানিবন্দি। তার ওপর দ্রব্যমূল্যের এমন লাগামছাড়া ঊর্ধ্বমুখী ছুটে চলায় দিশেহারা সাধারণ মানুষ। শুধু কি কাঁচা মরিচের দাম বেড়েছে; সব ধরণের সবজি, চাল, বয়লার মুরগির দাম বেশি। 

বালুচরের বাসিন্দা কামকামুর রাজ্জাক রুনু জানান, সব জিনিসই দাম দিয়ে কিনতে হচ্ছে। বন্যায় পানিবন্দি মানুষের আয় রোজগার তো তেমন নেই। সবজি বিক্রেতারা বলছেন বন্যার কারণে দাম বাড়ছে।

কিছুদিন আগেও সিলেটের পাইকারি বাজারে টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে টমেটোর দাম ১০০ টাকা ছুঁয়েছে। আর এ সপ্তাহে একই টমেটো ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনিয়াপাতার বাজারও বাড়তির দিকে। প্রতিদিনই কাঁচা মরিচের সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে। এক সপ্তাহ আগে ১২০ টাকা যে ধনিয়াপাতা বিক্রি হতো, তা শনিবার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজির দামও বাড়তি। পাইকারি বাজারে দামের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

সিলেটের সোবহানীঘাট সবজির আড়ত, বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। খুচরা বাজারে এ আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। এ ছাড়া ধনিয়াপাতা ৩০০ টাকা, টমেটো ২০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, বরবটি ১০০, গাজর ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কচুরমুখি ৭৫-৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, শসা ৮০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। খুচরা বাজারে দেখা গেছে, পাইকারি বাজারের তুলনায় সব সবজিতেই কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দাম।

এ ব্যাপারে সিলেট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবুল খয়ের মোল্লা বলেন, বন্যার কারণে সিলেটের বিভিন্ন জায়গায় সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এজন্য বাজারে সবজির সংকট থাকতে পারে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কাঁচা মরিচের কেজি   নিত্য পণ্যের দাম   সিলেট বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close