ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিয়ের কেনাকাটা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:০০ পিএম  (ভিজিট : ৩৫২)
প্রবাসী জুয়েল মাহমুদ। ফাইল ছবি

প্রবাসী জুয়েল মাহমুদ। ফাইল ছবি

বিয়ে করতে এসেছিলেন সীতাকুণ্ডের সৌদি প্রবাসী জুয়েল মাহমুদ (৩০)। আগামী ২৪ জুলাই তার বিয়ে করার কথা। এ উপলক্ষে চারদিন আগে দেশে ফিরেছেন। শুরু করেছেন কেনাকাটাও। কিন্তু তার আর বিয়ে করা হলো না।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মুহূর্তেই সে লুটে পড়ে এবং মারা যান।

নিহত জুয়েল মাহমুদ উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের মো. শাহাজানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জুয়েলের সাথে একই উপজেলার এক তরুণীর সাথে বিয়ে ঠিক হয়। ইতোমধ্যে মোবাইলে আকদও সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৌ ঘরে তোলার প্রস্তুতি চলছিল। বুধবার বিয়ের কেনাকাটা করতে সীতাকুণ্ড পৌর সদরে আসেন জুয়েল। কেনাকাটা শেষে ফেরার সময় বাসস্ট্যান্ড এলাকায় তাকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রেহান উদ্দিন বলেন, ছেলেটি বিয়ে করতে দেশে আসে। আকদ হয়ে যাওয়া স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে আনার আয়োজন চলছিল। তা আর হলো না। গাড়ি চাপায় সে মারা গেছে। খবর পেয়ে আমি তার বাড়িতে এসেছি। এখানে শোকের আবহ বিরাজ করছে। 

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আমরা দুর্ঘটনাস্থলে যাবার আগেই লাশ বাড়ি নিয়ে যায় তার স্বজনরা। তাই বিস্তারিত তথ্য পায়নি বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিয়ের কেনাকাটা   সড়কে প্রবাসীর মৃত্যু   সীতাকুণ্ড-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close