ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৪:৪৯ পিএম  (ভিজিট : ২৩০)
প্রথমবারের মতো নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের অর্থনীতি বিভাগের আয়োজনে ২০২৪-২৫অর্থবছরের বাজেটের ওপর টেকসই উন্নয়ন পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে পূবালী ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হাসানের সভাপতিত্বে মুল প্রবন্ধ পাঠ করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেন।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান, প্রফেসর এস.এম. মোজাফফর হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ.এস.এম রায়হান শামীম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা-২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close