ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চা শ্রমিকের কাছে চাঁদাবাজি, ২ ইউপি সদস্যসহ আটক ৩
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:১৯ পিএম  (ভিজিট : ২৮৮)
হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের কাছে চাঁদা চাওয়ায় দুই ইউপি সদস্য সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) গভীর রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। 

পুলিশের মিডিয়া সেল সূত্রমতে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দরিদ্র চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫০০০ টাকা উত্তোলন এর জন্য ইউ/পি সদস্য থেকে টোকেন সংগ্রহ করার পর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। কিন্তু প্রতিটি টোকেন এর জন্য স্থানীয় ৫ নং ইউপি সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মাধবপুর থানায় একটি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে লিটন র‍্যালীকে গ্রেফতার করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ  জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close