ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে বানভাসিদের বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:৫৩ এএম  (ভিজিট : ৪১৮)
কুড়িগ্রামে কোমর সমান পানিতে ভিজে বানভাসিদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যরা। জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়াসহ কয়েকটি চরে বন্যার বানভাসিদের সহায়তায় বিজিবির কর্মকর্তাসহ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার হিসেবে বিশুদ্ধ পানি, মুড়ি, চিনি, চিড়া ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট পৌঁছে দেন। এমন দুর্যোগকালীন সময়ে ২৫০টি পরিবার বিজিবির খাদ্য সামগ্রী পেয়ে দারুণ আনন্দিত হয়েছেন।

শনিবার (৭ জুলাই) বিকেলে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের একাধিক চরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, এ্যাডজুটেন্ট এডি মোঃ ইউনুছ আলী, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর বিজিবি সদস্যসহ, স্থানীয় জনপ্রতিনিধিগণ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকায় কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানার পর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close