ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফিল্মি স্টাইলে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:২০ পিএম  (ভিজিট : ২৩৮)
মাদারীপুরে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছিনতাইকারীরা বিকাশ কর্মীকে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছে।

রোববার (৭ জুলাই) বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের জেলা ডিস্ট্রিবিউটর অফিস থেকে প্রতিদিনের মতোই আজ (রোববার) সকালে মোটরসাইকেল চালিয়ে বিকাশের বিক্রয়কর্মী আল-আমীন (২৪) ও হাসান উদ্দিন (২৫) কাজের জন্য বের হন। শহরের পুরানবাজার এলাকার পুবালী ব্যাংক থেকে ১৮ লাখ টাকা তুলে, তা নিয়ে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একই উপজেলার দুধখালী ইউনিয়নের দক্ষিণ দুধখালীর রাস্তায় আসেন। এসময় দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করেন। এসময় আল-আমীন মোবাইল বের করলে এবং বাধা দিলে তাকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন। অপর বিক্রয়কর্মী হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে যান। এসময় তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান ছিনতাইকারীরা। আল-আমীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ বলেন, সকালে মাদারীপুর পুরান বাজারের পুবালী ব্যাংক থেকে ১৮ লাখ টাকা তুলে আমার বিক্রয়কর্মী আল-আমীন ও হাসান উদ্দিন মোটরসাইকেল চালিয়ে হাউসদি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এই ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল সামনে থেকে আরেকটি মোটরসাইকেল পিছন থেকে এসে ছিনতাই করেছে। এসময় আল-আমীন ব্যাগ দিতে না চাইলে তাকে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা নিয়ে যায়। দিনের বেলা এভাবে এতোগুলো টাকা ছিনতাই হলো, এটা খুবই দুঃখজনক। কোনভাবেই মানা যায় না। এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা পাইনি। তাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাই। যাতে করে এমন ঘটনা বারবার না ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই   মাদারীপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close