ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হাটহাজারীতে ফের অজগর সাপ উদ্ধার
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১২:৫২ পিএম  (ভিজিট : ২৯২)
হাটহাজারী থেকে এবার প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের আরেকটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। রোববার (৭ জুলাই) সকালে রেসকিউ টিমের সমন্বয়ক রাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে শনিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার ৩নং ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে সাপটিকে রেসকিউ করা হয়। 

জানা যায়, শনিবার রাতে উল্লেখিত এলাকায় স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সমন্বয়ক রেজাউল করিম রাকিবকে খবর দিলে সে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে রেসকিউ করে নিরাপদ হেফাজতে নেয়। এসময় স্নেক রেসকিউ টিমের সদস্য সামুনও উপস্থিত ছিলেন।  

তিনি জানান, গত শুক্রবার দুপুরে দিকে উপজেলার মির্জাপুর ইউপির চারিয়া মুরাদপুর এলাকা থেকেও প্রায় ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছিলো রেসকিউ টিমের সদস্য রাকিব। 

স্থানীয়রা জানান, বন উজাড় করার কারণে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হুমকির মুখে পড়ায় এসব প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এছাড়া টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের সাথেও এসব প্রাণী লোকালয়ে এসে পড়ছে বলে জানান তারা।

রেসকিউ টিমের সমন্বয়ক উদ্ধারকারী রাকিব জানান, উদ্ধার করা অজগর সাপটির ওজন প্রায় ১৩ কেজির মতো। বন বিভাগের সাথে কথা বলেছি, আজকেই ওটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close