ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মরোক্কোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭:৫৮ পিএম আপডেট: ০৬.০৭.২০২৪ ১০:০৫ পিএম  (ভিজিট : ২৪১)
উত্তর আফ্রিকার মুসলমান রাষ্ট্র মরোক্কোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য-পর্যটন ইত্যাদি অর্থনৈতিক খাতে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ। এসব ক্ষেত্রে দুই দেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে নিজেদের স্বার্থ বজায় রেখে এগিয়ে যেতে চায়। ব্যবসা-বাণিজ্য-পর্যটন  ইস্যুতে সম্পর্ক বাড়াতে মরোক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই দেশের ব্যবসায়িক নেতাদের মধ্যে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) মরোক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে মরোক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ বাংলাদেশ ও মরোক্কোর ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওই ওয়েবিনারে এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি) প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি) প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমিন হেলালী বক্তব্য রাখেন। 

স্বাগতিক বক্তব্য রাখেন মরোক্কোর রাবাত-সালেহ-কেনিত্রা অঞ্চলের চেম্বারের প্রেসিডেন্ট হাসান সাকি। ওই ওয়েবিনারে দুই পক্ষের তরফ থেকে বাংলাদেশ ও মরোক্কোয় ব্যবসা-বাণিজ্যের সুবিধাসমূহের উপর আলোকপাত করে দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। 

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মো: আলমগির বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের সুযোগ সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত তথ্যাবলী উপস্থাপন করেন। এ ছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় থেকে তৈরি পোশাক, পাট, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক শিল্পের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপান করেন।

মরোক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে দুই দেশের ব্যবসা-বাণিজ্য-পর্যটন বাড়ানোর লক্ষে কতগুলি পদক্ষেপের বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধি দল বিনিময়, বাণিজ্য মেলার আয়োজন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। 

রাষ্ট্রদূত হারুন আল রশিদ বলেন, তার মিশন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য নিবেদিতভাবে কাজ করছে। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত দূতাবাসের উদ্যোগসমূহ সফল করার লক্ষে এগিয়ে আসার জন্য তিনি দুই দেশের ব্যাবসায়িক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close