ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৮:৪৯ পিএম  (ভিজিট : ৩১৮)
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শুক্রবার (৫ জুলাই) দিনভর সুরমা কুশিয়ারাসহ সকল নদীর পানি কমেছে। তবে এ দুটি নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জসহ ৫ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
এর আগে বেলা ১২টা পর্যন্ত সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও বেলা ৩টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। গ্রামীণ অবকাঠামোতে তৃতীয় দফার বন্যার ক্ষত ভেসে ওঠতে শুরু করেছে।

সিলেটের বিভিন্ন উপজেলায় পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সড়ক, রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় হাঁটুপানি মাড়িয়ে সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় মানুষজন ফিরতে শুরু করেছেন।

এদিকে গত মে ও জুন মাসের দু’দফা বন্যায় সিলেটের ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় দফার বন্যায়ও জকিগঞ্জসহ বেশ কিছু বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

এদিকে সুরমা নদীর পানি কমে আসায় সিলেট নগরীর উপশহর, তেররতন, যতরপুরসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে পানি নেমে যাচ্ছে। ফলে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি ৫ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কয়েকটি স্থানে বেডিবাঁধে ভাঙন দেখা দিলেও সংশ্লিষ্ট প্রকৌশলীরা তা পরিদর্শন করেছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, ২৪ ঘণ্টায় সিলেটে ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close