ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৩২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়লেন নানি-নাতি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১:১৫ পিএম  (ভিজিট : ৪৬২)
মাদকবিরোধী অভিযান চালিয়ে মেহেরপুরের চকশ্যামনগর থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ নানি-নাতি আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার (৫ জুলাই) ভোরে মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটকৃতরা হলেন- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া (১৯)। আটককৃতরা সম্পর্কে নানি-নাতি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব- ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, চকশ্যামনগরের শামসুল হুদার বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় ১৩২ বোতল ফেনসিডিল পাওয়া গেলে সুজান বেগম ও লিজন মিয়া নামের দুজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলো।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদকবিরোধী অভিযান   ফেনসিডিল জব্দ   মেহেরপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close