ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৬
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১০:১৯ এএম আপডেট: ০৫.০৭.২০২৪ ১০:২৪ এএম  (ভিজিট : ৫৫৯)
দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। ঘটনাস্থলেই ২ জন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন যাত্রী মারা যান। এতে আহত হয়েছে কোচ ও ট্রাকের ২৮ যাত্রী। 

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কের উপর ঘটে। 

নিহত ট্রাকের ড্রাইভার বাসিন্দা হাসু (৪০) ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে বাকি ৫ জনের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর, আরিয়ান পেট্রোল পাম্প ১শ গজ পশ্চিমে মহাসড়কের উপর আম বোঝাই ট্রাক ও ঢাকা হতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলগামী একটি যাত্রীবাহী বাস নাবিল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের ড্রাইভার ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা হাসু (৪০) ও নাবিল পরিবহনের হেলপার মারা যান। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের মোট ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৪ জন মারা যান। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, দুর্ঘটনায় নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়িয়ে-মুচড়িয়ে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও কোচের হেলপার নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুসহ ৪ জন যাত্রী। 

তিনি জানান, রেকার এর মাধ্যমে রাস্তা হতে বাসটি পুলিশ লাইনে নেয়া হয়েছে এবং ট্রাকটি আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ-নিহত   হতাহত   দিনাজপুর   রংপুর বিভাগ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close