ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাদিক অ্যাগ্রো থেকে নিষিদ্ধ ৬টি ব্রাহমা জাতের গরু জব্দ
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮:৪৩ পিএম  (ভিজিট : ৩৪২)
রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান পরিচালনা করে ছয়টি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে খামারে অভিযান চালানো হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানা যায়, তথ্যের ভিত্তিতে সাদিক অ্যাগ্রোতে দুদকের দল গিয়ে ছয়টি ব্রাহমা গরু জব্দ করে। গরুগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। ব্রাহমা গরু আমদানি নিষিদ্ধ। এই গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। অভিযানের সময় সাদিক অ্যাগ্রোর মালিক ও ব্যবস্থাপক কাউকেই পাওয়া যায়নি।

প্রাণিসম্পদ অধিদফতরের জানায়, ব্রাহমা গরু বাংলাদেশে পালনের অনুমতি দেওয়া হলে দুধ বেশি দেওয়া গরুর পালন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্রাহমা নিষিদ্ধ করে রাখা হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close