ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৪:৫০ পিএম  (ভিজিট : ৬৬০)
ইনসেটে অভিযুক্ত দুলাল মিয়া। ছবি: কোলাজ

ইনসেটে অভিযুক্ত দুলাল মিয়া। ছবি: কোলাজ

কুড়িগ্রামের উলিপুরে ১০ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল মিয়া (২৪) নামে এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। 

অভিযুক্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ ফকিরপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ওইদিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চৌমনী বাজার এলাকায় ওই ছাত্রীকে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে দুলাল মিয়া। একপর্যায়ে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে যুবক দুলালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সততা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত যুবককে রাতেই কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত   যুবকের কারাদণ্ড   কুড়িগ্রাম-রংপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close