ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ গেল ২ জনের
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ২:১২ পিএম আপডেট: ০৩.০৭.২০২৪ ২:১৪ পিএম  (ভিজিট : ১৮৫)
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড়ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। 

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প-৮ ইস্টের ৪১ নম্বর ব্লকের মো. আলমের (বাঙ্গালী) ছেলে সিফাত (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন  বলেন, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১ ব্লকে এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪১ নম্বর ব্লকে চলমান ভারীবৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধ্বসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে এবং মামার শেডে বেড়াতে এসে সিফাত নামের এক শিশু মাটি চাপা পড়ে নিহত হয়। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসমত বলেন, ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close