ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মুজিবনগর সরকারি কলেজের ডেমোনেস্ট্রেটর সড়ক দুর্ঘটনায় নিহত
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭:২৮ এএম  (ভিজিট : ২৫৪)
মেহেরপুর শহরের টি এন্ড টির সামনে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের ডেমোনেস্ট্রেটর অহিদুল ইসলাম (৫৪) নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অহিদুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়,  মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন তিনি। পারিবারিক কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ খোঁজ মেলে তিনি আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। হাসপাতালে পৌঁছালে তার নিথর দেহ দেখে কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টি এন্ড টি'র সামনের সড়কের পাশে তৌহিদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কি ধরনের যানবাহনের ধাক্কায় আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। 

হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অহিদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। 

প্রাথমিকভাবে দেখে মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান,  মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে। 

কি ধরনের যানবাহনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পরিবার চাইলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া।

সময়ের আলো/আরএস/ 








https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close