ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আনোয়ারায় মাছের ফাঁড় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, থানায় মামলা
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:৫৬ পিএম  (ভিজিট : ৩৬২)
চট্টগ্রামের আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে খালের মাছ ধরার ফাঁড় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। গতকাল রোববার (৩০ জুন) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর  রাতে স্থানীয় ইউপি সদস্যসহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছে শারমিনা আক্তার। 

এই মামলায় অন্যান্য আসামিরা হলেন- মো. হোসেন (৫৫), মো. সেলিম (৩০), মো. ইয়াছিন (২৭), মো. জমির হোসেন (৩২), মো. ইসমাইল (৬৫) ও মো. মহিউদ্দিন (৩০)। এরা সবাই উপজেলার কৈখাইন গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, আনোয়ারার কোদালা খালের মুখ থেকে ইছামতী খালের মুখ পর্যন্ত তিনটি মাছের ফাঁড় রয়েছে। উপজেলা মৎস্য অফিস থেকে ফাঁড়গুলো বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধন দেওয়া হয়েছে। আর এসব ফাঁড়ের দখল নিয়ে গতকাল (রোববার) রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতরা হলেন- মো. সেলিম (৪০), আবুল কাশেম (৪৭), আশরাফ আলী (৫০) ও মফিজ (৪৫)। আহতদের মধ্যে আশরাফ আলী বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজন বলেন, ফাঁড়গুলো জনগণের। কিন্তু ইজারা ছাড়া জোর করে গত ৩ বছর ধরে স্থানীয় ইউপি সদস্য হোসেন এসব মাছের ফাঁড় দখল করে আছে। তাই স্থানীয়রা মাছের ফাঁড় ছেড়ে দিতে বললে সেখানে তাদের উপর হামলা করে। এ ঘটনায় বর্তমানে কৈখাইন গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহাম্মদ বলেন, খালে মাছ ধরার ফাঁড় নিয়ে দখল নিয়ে মারামারি ঘটনায় আশরাফ আলী স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাছের ফাঁড়-সংঘর্ষ   থানায় মামলা   আনোয়ারা-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close