ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাবির ইতিহাসে সর্বোচ্চ ৫১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:৫৩ পিএম  (ভিজিট : ২৮৪)
২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা হয়েছে মোট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয় ১৪ কোটি ২ লাখ টাকা, যা বাজেটের ২.৭ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হয় ৩৯৩ কোটি ৭৪ লাখ টাকা, যা বাজেটের ৭৫.৮৭ শতাংশ।

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৩২ তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লাখ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close