ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যমুনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় যুবকের কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:৩৮ পিএম  (ভিজিট : ২৯৮)
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার দায়ে শাহিন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত শাহীন উপজেলার রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে নদীর বাঘুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই যুবককে অবৈধ চায়না দুয়ারী জালসহ আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অবৈধ ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার  মূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  নিষিদ্ধ চায়না দুয়ারী জাল-মাছ ধরা   যুবকের কারাদণ্ড   যমুনা নদী   সিরাজগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close