ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০:৫৪ এএম আপডেট: ০২.০৭.২০২৪ ১:১৩ পিএম  (ভিজিট : ৩২৯)
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে সকাল দশটার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম ১৯০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে- উপজেলায় ১৯০০ জন কৃষকদের মাঝে মাথাপিছু প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close