ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পদ্মায় ধরা পড়ল ৭ কেজির ঢাই মাছ, বিক্রি ২২ হাজারে
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৩৬ পিএম আপডেট: ০১.০৭.২০২৪ ৫:৪০ পিএম  (ভিজিট : ৪৪৫)
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হজু মন্ডল নামের এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি ঢাই মাছ। মাছটি ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে চর কর্ণসোনা এলাকায় মাছটি ধরা পড়ে। 

মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি নিলামে তোলা হলে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকায় কিনে নেই।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাশ, ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পদ্মা নদী   ঢাই মাছ   গোয়ালন্দ-রাজবাড়ী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close