ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জামিনে বেরিয়ে বাদীকে আসামির হুমকি, থানায় অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৮:২৯ পিএম  (ভিজিট : ৪৪৪)
চট্টগ্রামের পটিয়ায় জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী মো. আলমগীর পটিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্তরা হলেন, উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বাড়ৈকাড়া নুর মোহাম্মদ চেয়ারম্যানের পুরাতন বাড়ি এলাকার মো. রফিক। তার পুত্র মো. আরফাত, মোঃ আরমান, মো. রায়হান উদ্দিন প্রকাশ মুন্না, মেয়ে জেসমিন আক্তার এবং তার স্ত্রী খতিজা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ১০-৫-২৪ তারিখে পূর্বপরিকল্পিতভাবে বাদী, বাদীর স্ত্রী রাবিয়া আকতার ও ছোট ভাই মোঃ এমদাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে গুরতর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন বাদীর আঙ্গুলের একাংশ ও বাদীর ছোট ভাইয়ের হাতের কব্জি কেটে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর বাদী থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করলে আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণণাশের হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী আলমগীর জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা করার সুবাধে তার পরিবারকে নিয়ে কক্সবাজার বসবাস করে আসছেন তিনি। তার পৈতৃক জায়গায় স্থাপনা করতে আসলে এটা বিবাদীদের জায়গা দাবি করে তাদের উপর হামলা চালায়। 

তিনি আরও জানান, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানী ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এই বিষয়ে তিনি সঠিক বিচার দাবি করে স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি আমরা। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close