ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নিখোঁজের ১ মাস পর ধানক্ষেতে মিলল বৃদ্ধার কঙ্কাল
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ২:৫৪ পিএম  (ভিজিট : ৪৫৬)
নিহত মোতালেব হাওলাদার। ফাইল ছবি

নিহত মোতালেব হাওলাদার। ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের এক মাস পর এক বৃদ্ধার কঙ্কাল মিলেছে ধানক্ষেতে। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল বিলের ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

নিহত বৃদ্ধা ওই ইউনিয়নের ঘোষ গ্রামের মিজানুর হাওলাদারের বাবা মোতালেব হাওলাদার (৭২)। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশ।

নিহত মোতালেব হাওলাদার বছরখানেক ধরে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবাররা জানান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মাসের ২৫ মে নিহত বৃদ্ধা মোতালেব তার মামাতো ভাই ইন্তেকাল করেন। সেই ভাইয়ের জানাজার নামাজে পার্শ্ববর্তী শিবচর এলাকায় শরিক হতে ওই দিন সকালে বাড়ি থেকে বের হন। ভাইকে দেখে জানাজা না দিয়ে বাড়ির পথে রওনা দিয়ে আর ফিরতে পারেনি। স্থানীয় এলাকাবাসীর ধারণা সম্ভবত বাড়ির কাছে এসে পথ হারিয়ে বিলের ভেতর প্রবেশ করেন। বিলটি ছিল অনেক বড়, সম্ভবত পড়ে গিয়ে আর উঠতে পারেন নাই, সেখানেই তার মৃত্যু হয়েছে। 

আজ (শুক্রবার) সকালে স্থানীয় কৃষকেরা জমি চাষ দিতে গিয়ে লুঙ্গি পরিহিত একজন মানুষের কঙ্কাল দেখতে পান। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে ও সন্দেহজনক নিহতের পরিবাররা এসে তার পরিহিত লুঙ্গি ও গামছা দেখে মোতালেব হাওলাদারের কঙ্কাল বলে সনাক্ত করেন। 

এ বিষয়ে তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক জয়ন্ত জানান, মোতালেব হাওলাদারের কঙ্কাল বলে তার পরিবারের লোক ও স্থানীয়রা সনাক্ত করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় এগুচ্ছি।

এদিকে নিহত মোতালেব হাওলাদার ছেলে মিজানুর হাওলাদার জানান, আমার বাবা সহজ সরল ও বছরখানেক ধরে ভারসাম্যহীন হয়ে পড়েন।
আমার বাবার কোন শত্রু নাই, আমাদের মাঝে কোন সন্দেহ নাই, আমাদের ধারণা তিনি পথ হারিয়ে চকের মধ্যে পড়ে গিয়ে সম্ভবত মৃত্যু হয়েছে। আমার বাবা তার মরা ভাইকে দেখতে গিয়ে আর ফিরতে পারে নাই। আমি গত ৩১ মে ভাঙ্গা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। বাড়ির কাছে গিয়ে বিলের মধ্যে ধানক্ষেতে কঙ্কালের খবর শুনে লুঙ্গি ও গামছা দেখে চিনতে পেরেছি। কারো প্রতি আমাদের অভিযোগ নাই।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ বৃদ্ধার কঙ্কাল উদ্ধার   ভাঙ্গা-ফরিদপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close