প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৮:৫০ পিএম (ভিজিট : ৭০৮)
লালমনিরহাটের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের পাশে ব্রিজের নিচে পাওয়া গেল মজিদুল নামের এক অটোরিকশা চালকের মরদেহ। বুধবার (২৬ জুন) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ফকিরের তকেয়া বাজার ব্রিজের নিচের পানিতে একটি লাশ ভেসে ওঠে।
নিহত ওই ব্যক্তি জেলার আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, রাস্তায় চলাচল করা এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, মরদেহটির পরিচয় সনাক্ত করা হয়েছে। গত ২৩ জুন নিহতের পরিবার পরিবার আদিতমারি থানায় একটি মিসিং ডায়েরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এ ঘটনা হয়েছে তার জন্য তদন্ত করা হচ্ছে।
সময়ের আলো/আরআই